By Subrata Mukherjee
In love with Golapi, Subratagolapi.
Over our world of sense there is a place!
We all, big and small with all our stand,
lie in wait on the sand,
to reach there where we all have come from!
Obscure and insane as our sense!
Oft we are far and away from the place!
Time is near and all of us you, I and they,
on a day shall receive
a call from the bird of the heaven!
©️ Subratagolapi
The New World (Natun Prithibi)
স্বর্গের পাখী!
সুব্রত মুখার্জী
গোলাপীর ভালবাসায় সুব্রত গোলাপী।
………………………………………………………..……
তোমার, আমার ঠিকানা যেখানে,
তারও দূরে কোনোখানে।
আমরা সবাই, মাটির ‘পরে
যেখান থেকে স্বর্গ দূরে!
তোমার মতো আমিও সাথে,
যাবোই সেথায় এখান হতে।
এসেছি সবাই আগে পরে।
মনের ভুলে ভেবে বসি!
এটাই বুঝি আমার ভূমি!
রয়েই যাবো আমি, তুমি,
সারাটি জীবন সুখের আলোয়!
এখান থেকে বহু দূরে
স্বর্গ নামের দিশার খোঁজে!
শুনবো যেন একটি দিনে,
ডাকবে জেনো একটি পাখী,
আসবে ভেসে সেখান থেকে।
তোমার, আমার, সবার কানে,
যাবোই সেথায় স্বর্গ লোকে!
The New World (Natun Prithibi)