By Subrata Mukherjee
In love with Golapi, Subratagolapi.
You and me and all who are like us!
Half fed, half clad bent in darkness.
With all dreams, never been true nor they ever would be!
Though, we all living but like the dead!
Eyes are open but are blurred and the ears deaf.
The hypocrites ruling on top and we, bent on their feet.
Count our days to die in the meanest form of treat!
We all as our fathers in past are living dead!
………..a poem by Subrata Mukherjee, depicting the bare truth of hypocrisy by the power mongers at the cost of dreams and lives of the honest and common people!
তুমি, আমি আর আমাদেরই মতো যারা
অভুক্ত,অর্ধ পরিহিত, নিমজ্জিত অন্ধকারে!
যাদের জীবনের কোনও স্বপ্ন পূরণ হয়নি কখনো, হবে না ভবিষ্যতেও
যদিও আমরা জীবিত কিন্তু মৃত।
চোখ দুটি খোলা কিন্তু দৃষ্টি অস্পষ্ট, কান আছে কিন্তু আমরা বধির!
ভন্ড, মিথ্যাচারীর দল আজ শাসনের ভার নিয়েছে আর আমরা?
তাদেরই পদতলে বসে নত মস্তকে!
দিন গুনি, মৃত্যুর অপেক্ষায়, অবহেলা আর অনাদরে।
যেমন আমাদেরই পূর্ব পুরুষেরা, পিতা, পিতামহের দল
অতীতে করেছে, বেঁচে ছিল কিন্তু মৃতের মতন!
©️ Subratagolapi