সুব্রত মুখার্জী
গোলাপীর ভালোবাসায় সুব্রত গোলাপী।

তোমার কাছে আসবো আমি।
দূরের সীমায় দাঁড়িয়ে আমি, অবাক চোখে তোমায় দেখি!
ওপার পানে নীলচে পাহাড়, নিচের সবুজ গাছের শ্রেণী!
সবাই জানে আমার কথা, শুনেও তারা অবাক হয়ে।
আমার কাছে আসবে তুমি, ওরাও জানে আমারই মতো।
বহু দূরের একটি পাখি, মেঘের ভেলায় ভেসে এসে;
অবাক চোখে ডেকে ওঠে, এই যে আমি দেখতে এলাম
তোমার কাছে তোমার প্রিয়া, হবে কখন তোমার সাথে!
দৃষ্টি দুটি একই হয়ে, হাত টি তোমার নিজের হাতে,
শক্ত করে জড়িয়ে ধরে, বলবে দেখো সবার মাঝে;
তোমার কাছে এসেছি আমি, তোমারই প্রিয়া আগের মতোই!
যেমন করে আগেও তুমি, সামনে এসে আমার ঠোঁটে,
রাঙিয়ে দিতে তোমার ছোঁয়ায়, আমার মনের জানালা খুলে!

………………………………………………………………
The New World (Natun Prithibi)
©️ Subratagolapi