সুব্রত মুখার্জী
গোলাপীর ভালোবাসায় সুব্রতগোলাপী!

পৃথিবীর ঐদিকে সবাই, আর আমি এইদিকে!
তাকিয়ে দেখি, তুমিও আমার থেকে দূরে ঐদিকে, যেখানে সবাই আছে তোমার কাছে।
ভাবতে অবাক লাগে!
শত বর্ষ পরে দেখা, আমি এইদিকে দাঁড়িয়ে একা!
আর তুমি আমারি প্রিয়া, আছো ঐদিকে দূরের সীমায়, আমার থেকে অনেক দূরে!
সুব্রত গোলাপী।
The New World (Natun Prithibi)