By Subrata Mukherjee
In love with Golapi Subratagolapi

সত্যের পথে চলার তরে, মিছে যা কিছু, পারো কি ভুলতে?
কীসের এত শব্দ তোমার? নিজেকে বলো শ্রেষ্ঠ তুমি?
তাল ঠুকে, মত্ত হয়ে, লড়াই ঝগড়া, দ্বন্দ্বে ভরি!
মরো আর মারো, ছড়িয়ে দিয়ে মৃতের সারি।
সত্য থেকে বহু দূরে, যেওনা তুমি ছলনা ভরি!
গর্ব করে, ব্যর্থ হতে, বিলীন হয়ে মূর্খ মাঝে।
ভ্রষ্ট হলে, এটাও ভুলে, এসেছি সবাই একই সুরে!
মানব হয়ে বিশ্ব মাঝে, মানব মান রাখবো বলে!
অন্ধ মনে কীসের খোঁজে? নিজের মূল্য রিক্ত করে?
থাকবে তুমি হাজার বছর? জাগবে আবার মানব হয়ে?
পাপের ইচ্ছা আর লোভের ফাঁদে, নিজের ধর্ম শুন্য করে।
উচিৎ পথের দিশার থেকে, সত্য সুখের কারণ ছেড়ে!
মানব হয়ে মানব মাঝে মানব মানে ঋদ্ধ হতে।
আঁধার কালো মলিন থেকে, সীমার পাড়ে অসীম লোকে।
মানব নামের সত্য পথে, হৃদয় ভরে সবার লাগি,
মানবতাকেই ধর্ম মেনে বিশ্ব লোকে মানব হয়ে!
সুব্রত মুখার্জী
The New World (Natun Prithibi)
©️ Subratagolapi