সুব্রত মুখার্জী
গোলাপীর ভালোবাসায় সুব্রত গোলাপি।

জ্ঞানী ও মহান, পন্ডিত ও জগৎসেরা মৃতপ্রায়
আজ, ঘুমন্ত, অচল আর দিশাহারা।
শাসিত আর পদানত আজ তাদেরই হাতে
যারা পৃথিবীকে করেছে শেষ তাদের কুকথা ও কুকাজের ফাঁদে।
সেই সীমাহীন লোভ, সেই নির্লজ্জ মিথ্যাচার,
প্রবেশ করেছে সবখানেই!
ধ্বংশ করেছে তাদের, যারা মাথা উচুঁ করে, নির্ভয়ে সত্যকে স্বীকার করেছে।
সেই পাপের দৃষ্টি, সেই লোভের হাতছানি, বাধ্য করেছে তাদেরও, যারা কিছু সময় আগেও
সেই পাপীদের দূরে করার ডাক দিয়েছে!
©️ Subratagolapi
The New World (Natun Prithibi)
From"The Reverse angle!"a collection of poetry by Subrata Mukherjee.
#Subratagolapi