সুব্রত মুখার্জী
গোলাপীর ভালোবাসায় সুব্রত গোলাপি।

আমি একলা রাজার রাজা,
তোমার পথ চেয়ে,
তোমার অভিসারে, যেতে তোমারই দ্বারে,
মেঘের ভেলায়, ঢেউয়ের দোলায়,
নদীর ধারে বসে।
প্রদীপ জ্বেলে চুপটি করে তোমার আলোয় রাঙিয়ে নিয়ে,
সাঁঝের বেলায় আমার হৃদয়,
তোমার সুরে বাঁধি!
মরণ যেদিন আসবে আমায়,
নিয়ে যেতে নদীর পারে।
বরণ মালা তৈরি রেখো,
পরাবে গলায় বরের সাজে।
তোমার শুভ দৃষ্টিপাতে,
মরণ সেদিন দেবে আমায়,
দুঃখ সুখের ব্যথা থেকে,
অনেক দূরের ছুটি।
মূল গ্রন্থ, “অনেক দূরের ছুটি!” থেকে সংগৃহীত।
বুধবার,২১ শে বৈশাখ , ১৪২৮ বঙ্গাব্দ।
©️ Subratagolapi
The New World (Natun Prithibi)
নতুন পৃথিবী।