সুব্রত মুখার্জী
গোলাপীর ভালোবাসায় সুব্রতগোলাপি।

রাজার মুখের হাসি, নীল আকাশেরও দূরে,
ছাড়িয়ে মেঘের রাশি, যেমন সৌদামিনী!
চমকে ওঠার তরে,আলোর রেখার দোলায়,
ধরার ভূমির ‘পরে বজ্র নিনাদ সুরে!
রানীর রূপের ছটা, স্বরের তীক্ষ্ম টীকা!
রথের চাকার ধুলায়, কাঁপন ধরার খেলায়,
নিজের খুশির মেলায়, সবার ভাগ্য লেখা!
রাজার রানীর দেশে, খুশির হাওয়ার তেজে,
তোমার আমার হৃদয়, নাচে অবুঝ রেশে।
চলার পথের বাঁকে, চালাক কথার ফাঁকে,
রাজার বোঝা বয়ে, রানীর সুখের তরে!
জীবন সাঙ্গ করে, কঠিন পথের শেষে,
নিত্য দিনের ক্লেশে, রক্ত ঘামের লেখায়,
বন্যা, ঝড়ের লীলায়, খিদের আগুনে জ্বলে!
অকাল মৃত্যু পথে, ভিক্ষা ঝুলি হাতে,
পশুরও অধম হয়ে, কপাল ঠোকার তালে।
চরম হায়ার শোকে, বিহ্বল পাথর হয়ে,
নতুন রাজার পাশে, নতুন রানীর খোঁজে,
মিথ্যা আশার কথায়, নতুন ব্যথার ভাঁজে!
মন যে অসাড়, অস্থি চর্ম সার, আমি আর তুমি,
জীবন শেষের সীমায়, অনেক ভুলের আশায়,
নতুন রাজার পাশে, নতুন রানীর সাথে!
সেই পুরনো রাজারই সুরে, পুরনো রানীরই গানে,
রইব আঁধার মাঝে, তোমারই হাতটি ধরে,
সেই চেনা নরকেরই পাশে!
©️ Subratagolapi
The New World (Natun Prithibi)
Excellent poetry
LikeLiked by 1 person
Thank you
LikeLike