By Subrata Mukherjee
In love with Golapi Subratagolapi.
People are in dance to catch the ring of a voice!
One though seems great is not even an ordinary of my choice.
Lies, many lies and even all but the truth;
A few stand in the middle are all fake and crooked!
Melt in vague, and stout as fake, airs up like the bubbles.
People of all walks to get all bogus jump in joy!
Vacant mind and vacant words flow like the dry feathers.
As creepers and lianes are licking and sucking the words from an imposter!
………………………………….……………………..
অগণিত মানুষের ভীড় উদ্দাম আবেগে ভেসে নেচে ওঠে সেই শব্দ শুনে।
তাদের কৃতজ্ঞ মনের ভেতরে ধ্বনিত সেই শব্দ মহান হলেও আমার কাছে অতি সাধারণ।
মিথ্যার রাজপ্রাসাদে মিথ্যার আশ্রয়, শুধু মিথ্যা, যেখানে সত্যের প্রবেশ বন্ধ।
ভিড়ে মুখরিত মিথ্যার থেকে দূরে কিছু মানুষ দাঁড়িয়ে, তারাও প্রবঞ্চক ও মিথ্যার ভক্ত!
তাদের মন ও বিগলিত, অন্ধ ও অস্পষ্টতার অন্ধকারে, প্রবল মিথ্যার প্রতিশ্রুতির পথে।
মানুষের সর্ব শ্রেনী যেন আজ অন্ধকারের গভীরতম আঁধারে নিমজ্জিত।
আশাহীন মন আর শূণ্য প্রায় শব্দ গুলো যেন ব্যঙ্গ হাসিতে ফেটে পড়ে।
মেরুদণ্ড হীন মানুষ আজ শুধু প্রবঞ্চক আর প্রতারকের ভুল শব্দগুলোই আস্বাদন করে।
মনের জানালা বন্ধ তাদের , তারা জীবিত কিন্তু মৃতরাও তাদের দেখে হেসে ওঠে।
©️ Subratagolapi
The New World (Natun Prithibi)
Nice poem and beautiful picture.
LikeLiked by 1 person
Thank you for your great inspiration and noble heart to spend time to read my post 🙏
LikeLike