সুব্রত মুখার্জী
গোলাপীর ভালোবাসায় সুব্রত গোলাপি।

বিদীর্ণ তোমার হৃদয়, রক্তাক্ত কিন্তু রং হীন।
শত আঘাতে তুমি লন্ডভন্ড, খণ্ডিত আরও বেশি যেন বিরক্ত!
নিষ্ঠুর, এত নিষ্ঠুরতা! কুৎসিৎ সীমাহীন নির্মমতা।
দানবের উদ্যত নখের আঘাতে তুমি আজ অন্ধ!
সাড়া হীন মস্তিস্ক তোমার করেছে তোমাকে মৃত।
তোমার সন্তান অভাবে কেঁদে উঠে স্বর্গের বাতাসকেও ভারী করে তোলে!
তোমার সবুজ জমি আজ মৃতের শ্মশান ভূমি, মৃত কি কখনও পাখির কাকলিতে জেগে ওঠে?
তোমার স্বপ্ন ছিল যা কিছু, আজ শুধু ভাসে, যেন আঁধারে অম্বুরাশি!
©️ Subratagolapi
The New World (Natun Prithibi)