সুব্রত মুখার্জী
গোলাপীর ভালোবাসায় সুব্রত গোলাপী।

দেশ শাসনের মহান দায়িত্বকে যে এই ভাবে অবহেলা আর উদাসীনতা র দিশা হীনতায় নিক্ষেপ করে এত সহজ সরল হয়ে থাকা যায় তা বোধ করি এই বর্তমান সময়ে না জন্মালে বুঝতেও পারতাম না।
ছোট বেলায় পড়েছি মহান বিপ্লবী ও দেশ প্রেমী মনীষী গণ দেশের কথা ভাবলে অত্যন্ত দায়িত্ব বান হয়ে গভীর চিন্তায় মগ্ন হতেন কী ভাবে দেশের মুক্তির পথ, দেশ বাসীর মঙ্গল কে সুপ্রতিষ্ঠা করবেন! সুখ স্বাচ্ছন্দ্য তো বটেই নিজের জীবন পর্যন্ত দেশের জন্য উৎসর্গ করতে পিছপা হতেন না।
চোখের দৃষ্টি আমার এখনও অস্পষ্ট হয়ে ওঠেনি তাই, স্পষ্ট রূপে দেখতে পাই বর্তমান সময়ে সেই দেশ ভিত্তিক, সমাজ কল্যাণ রূপী চিন্তা যেন সম্পূর্ণ অদৃশ্য ও অলীক কল্পনা! নিজের সুখের জন্যে দেশ মাতৃকার আহ্বানকেও অস্বীকার করা যেতে পারে! নির্লজ্জের মত কোটি কোটি দেশ বাসীর জীবন স্বপ্ন কে বিপর্যস্ত করে শুধু নিজের সুখের জন্য সদা ব্যস্ত হওয়া যেতে পারে! চুরি, ডাকাতি, প্রতারণা ইত্যাদি অমানবিক, অসামাজিক এবং অপরাধ মূলক কাজে সিদ্ধ হস্ত লোকেরা আজ নেতৃত্বে র সর্বত্র বিরাজমান হয়ে দেশের সামনে যেন এক অনিশ্চিত অন্ধকার ভবিষ্যত কে আহ্বান করছে।
সাধারণ দেশ বাসী দুবেলা দুমুঠো ভাতের জন্য প্রাণপাত করছে আর নেতৃত্বের ভূমিকা গ্রহণ করে সেই প্রতারকের দল মহা আনন্দে নিজেদের সুখ স্বাচ্ছন্দ্য কে দিনের পর দিন চরম পর্যায়ে উপভোগ করে চলেছে!
The New World (Natun Prithibi)
আমি জ্ঞান হীন হলেও আমার চেতনা বিলুপ্ত হয়ে যায়না। চেতনা মানবিক গুণাবলীর পরিচয় বহন করে কিন্তু জ্ঞান আমার শিক্ষার প্রসার এবং তার শ্রেষ্ঠত্বের পরিমাণ নির্দেশ করে। জ্ঞান হীন মানুষ কে পরিপূর্ণ তা দেওয়া যেতে পারে কিন্তু চেতনা হীন মানুষ কে পরিপূর্ণ করা সহজ ব্যাপার নয়।
জ্ঞান হীন মানুষ প্রতিটি ক্ষেত্রে তার উন্নতির সম্ভাবনা অনেক কমিয়ে দেয় কিন্তু তার চেতনার উন্মেষ হলে সে পুনরায় তার সম্ভাবনা কে জাগ্রত করে। জ্ঞান আপেক্ষিক কিন্তু চেতনা চিরন্তন, জ্ঞানী মানুষ চেতনা হীন হতেও পারে কিন্তু চেতনা সমৃদ্ধ মানুষ কখনই অজ্ঞানী হয় না।
আজ পৃথিবীতে জ্ঞানী মানুষের কোনো প্রকার অভাব নেই আছে চেতনা সমৃদ্ধ মানুষের অভাব। বৃহৎ অট্টালিকা, বৃহৎ আয়োজন কোনো কিছুই আজ কম নেই কিন্তু চেতনার খুব অভাব এবং সমাজের সর্ব স্তরে তার অভাব প্রকট হয়ে আছে। তার ফলে মানুষের জীবন আজ দূর্বল ও দিশা হীন হয়ে পড়েছে।
এই সুযোগে স্বার্থ পর, সুবিধাভোগী লোকেরা তাদের উদ্দেশ্য সফল করার লক্ষ্যে কাজ করে চলেছে।
দেশের জন্য যারা কোনো দিন কিছু দিলনা শুধু নিল তারাই আজ ক্ষমতার অধিকারী হয়ে সর্বত্র ছড়িয়ে পড়েছে।
The New World (Natun Prithibi)
সমাজের মধ্যে মূল্যবোধের অবক্ষয় বিশেষ দুশ্চিন্তার কারণ। এই রকম অবস্থা চলতে থাকলে জীবন অর্থ শূন্য হয়ে উঠবে।
মূল গ্রন্থ , “অযাচিত” থেকে সংগৃহীত।
রচনা সুব্রত মুখার্জী
©️ Subratagolapi
Hey…I have tagged you for The Mystery Blogger Award..If interested, please do visit my blog ☺️
LikeLiked by 1 person
Great 👍
LikeLike
My pleasure 😊
LikeLike