Part 2
By Subrata Mukherjee
In love with Golapi, Subratagolapi

Who cares the truth, in the midst of lies?
Crying for the best who are you, the highest?
Tussles and feuds, rages and spins with the turns and twists.
All we get in life to topple now and then!
Forget not the truth, for the lies in your count vain.
Proud and vane, leash your rein to know!
Out of the same world all have we come.
Humanity is our religion, we are all humans!
Who are you making fool and what you are looking for?
Will you stay here for infinite hours? To get a chance to start again?
Out of your frame, taming your name you opt to have some more.
Though, they are not pious in vein that may bring you rain of grain,
Of happy mind for glory and fame with a rest for your time.
As human, for human in a love of shine!
Out of the bourne to that world of star, breaking all ignominy.
Shedding all dirt from the dark, glory in mind, for the world of humanity!
©️ Subratagolapi
The world of humanity!
মানবতাকেই ধর্ম মেনে বিশ্ব লোকে মানব হয়ে!

সত্যের পথে চলার তরে, মিছে যা কিছু, পারো কি ভুলতে?
কীসের এত শব্দ তোমার? নিজেকে বলো শ্রেষ্ঠ তুমি?
তাল ঠুকে, মত্ত হয়ে, লড়াই ঝগড়া, দ্বন্দ্বে ভরি!
মরো আর মারো, ছড়িয়ে দিয়ে মৃতের সারি।
সত্য থেকে বহু দূরে, যেওনা তুমি ছলনা ভরি!
গর্ব করে, ব্যর্থ হতে, বিলীন হয়ে মূর্খ মাঝে।
ভ্রষ্ট হলে, এটাও ভুলে, এসেছি সবাই একই সুরে!
মানব হয়ে বিশ্ব মাঝে, মানব মান রাখবো বলে!
অন্ধ মনে কীসের খোঁজে? নিজের মূল্য রিক্ত করে?
থাকবে তুমি হাজার বছর? জাগবে আবার মানব হয়ে?
পাপের ইচ্ছা আর লোভের ফাঁদে, নিজের ধর্ম শুন্য করে।
উচিৎ পথের দিশার থেকে, সত্য সুখের কারণ ছেড়ে!
মানব হয়ে মানব মাঝে মানব মানে ঋদ্ধ হতে।
আঁধার কালো মলিন থেকে, সীমার পাড়ে অসীম লোকে।
মানব নামের সত্য পথে, হৃদয় ভরে সবার লাগি,
মানবতাকেই ধর্ম মেনে বিশ্ব লোকে মানব হয়ে!
সুব্রত মুখার্জী
The New World (Natun Prithibi)
©️ Subratagolapi
The yellow and white rose is beautiful ! Great .
LikeLiked by 1 person
Thank you
LikeLiked by 1 person
it’s a pleasure….
LikeLike