The news of headline!

‘A poem, in search for a true line!’

By Subrata Mukherjee

In love with Golapi, Subratagolapi.

The New World (Natun Prithibi)

The news for you goes in the air, buzzing all round in your ear!

Nothing is read yet, if you say, yes want I know more!

Get all the news for you which you never knew.

The news of pomps and the muse of the ghosts!

Beyond your mind that came never in your eyes.

Dying people in your place lying in peace with the dead and the diseased beasts!

Crops and abode of ordinary men, burn in fire and the flood, make them submerged.

The poor’s pain, ring in vain still the lines of news are busy infused,

With the pimple on the red chin of a star!

The dream of a common man, child and a woman;

Clad in white, lying as dead, gets the coffin.

The jobless soul with all his knowledge and role, knock the doors, in search of alms!

The black lines on the white, turn their sense deaf and blind.

In business, for a call, counting for many big and tall.

Forget not, your pain is written well in my heart, crying in vain!

Roof over your head breaks in pieces and takes the ground,

And you are an odd stale, moving round!

Go once again to the river side for shedding tears but with little sound!

As you know the king of ravens and their men alert always;

With the queen raging more, for your grief and stain.

May bind you now as a dog and a cow!

News, want news again more ?

Have one now as all vow, glasses on their eyes!

‘A little pain, is felt in a nail, once last night, for a while.’

The big and tall despite his all, hadn’t slept in style!

The morning news starts blazing every mind, but yours and mine, with this headline!

©️ Subratagolapi

__________________________________

খবর আছে খবর!

সুব্রত মুখার্জী

গোলাপীর ভালোবাসায়, সুব্রতগোলাপী।

(Bengali version)

The New World (Natun Prithibi)

খবর আছে খবর!

অনেক কিছু জানার পরে আরও জানতে পারো।
যদি তুমি নিয়মিত খবরের কাগজ পড়!
কথায় বলে, জানতে গিয়ে বলনা তুমি আর;
অনেক কিছুই জানি, আর তো নেই দরকার!
মজার জিনিস কিসে আছে বলি তবে শোনো,
সংবাদের নামে গপ্পো কথা, পরনিন্দা জানো।
মরছে মানুষ, ডুবছে পশু, এসব কথা ছাড়ো,
দেশের কথা, দশের ব্যথা, পাবে নাকো আরও!
গরীব লোকের মাথার ওপর, সেতু ভেঙে পড়ে।
মাথার ছাদ টুকরো হয়ে হটাৎ নেমে আসে!
গরীব চাষী অনাহারে, মাথা ঠুকে মরে!
অনেক বুদ্ধি, অনাথ হয়ে ডিগ্রী নিয়ে ঘোরে।
পথের ধারে বেকার শ্রমিক, ভিক্ষা করে ফেরে!
এসব কথা ভুলেও মুখে বলোনা কোনো দিনও।
মাথার ওপর মহারাজার কানে যায়না যেন!
রানী আবার আরও রাগী, জানতে যদি পারে;
তোমার নামে দণ্ড জেনো, কার্যকরী করে।

তোমার আমার মনের কথা নদীতে গিয়ে বলো।
বড়লোকের গালের ফোঁড়া খবরের কাগজে পড়!
নাটক, সিনেমা, রঙ্গ, ব্যঙ্গ সবই তুমি পাবে;
মন্ত্রী, সান্ত্রী, সবার মিছিল পড়বে তোমার চোখে।

তোমার দুঃখ আমি বুঝি আর আমার দুঃখ তুমি,
তোমার কথা, আমার কথা, থাকনা মনের ভেতর;
‘বড়লোকের আঙ্গুল ব্যথা’ দিনের সেরা খবর!

©️ Subratagolapi

__________________________________

চেনা নরকের পাশে!

সুব্রত মুখার্জী

গোলাপীর ভালোবাসায়, সুব্রতগোলাপী।

The New World (Natun Prithibi)

চেনা নরকের পাশে!

রাজার মুখের হাসি, নীল আকাশের ও দূরে।
ছাড়িয়ে মেঘের রাশি, যেমন সৌদামিনী!
চমকে ওঠার তরে,আলোর রেখার দোলায়,
ধরার ভূমির ‘পরে বজ্র নিনাদ সুরে!
রানীর রূপের ছটা, স্বরের তীক্ষ্ম টীকা।
রথের চাকার ধুলায়, কাঁপন ধরার খেলায়,
নিজের খুশির মেলায়, লেখে ভাগ্য লেখা।
রাজার, রানীর দেশে, খুশির হাওয়ার তেজে,
তোমার আমার হৃদয়, নাচে অবুঝ রেশে।
চলার পথের বাঁকে, চালাক কথার ফাঁকে,
তাদের বোঝা বয়ে, তাদেরই সুখের তরে!
জীবন সাঙ্গ করে, কঠিন পথের শেষে,
নিত্য দিনের ক্লেশে, রক্ত ঘামের লেখায়,
বন্যা, ঝড়ের লীলায়, খিদের আগুনে জ্বলে,
অকাল মৃত্যু পথে, ভিক্ষার ঝুলি হাতে,
পশুর ও অধম হয়ে, কপাল ঠোকার তালে,
চরম হায়ার শোকে, বিহ্বল পাথর হয়ে,
আবার, নতুন রাজার পাশে, নতুন রানীর খোঁজে,
তাদের মিথ্যা আশার কথায়, নতুন ব্যথার ভাঁজে।
মন যে অসাড়, অস্থি চর্ম সার, আমি আর তুমি,
লজ্জার শেষ সীমায়, মরীচিকার আশা নিয়ে,
নতুন রাজার পাশে, নতুন রানীর সাথে!
পুরনো রাজার সুরে, পুরনো রানীর গানে,
রইব আঁধার মাঝে, হাতে হাত ধরে,
সেই চেনা নরকেরই পাশে!

©️ Subratagolapi

Taken from “Raise your voice!”by Subrata Mukherjee.

©️ Subratagolapi.

2 thoughts on “The news of headline!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s