( Only in search for her!)
A poem of love!
By Subrata Mukherjee
In love with Golapi, Subratagolapi

তারই খোঁজে!
উষ্ণ মনের পরশ নিয়ে,
হাতের ছোঁয়ায় হাত বাড়িয়ে,
তার ভালোবাসার কথার সুরে,
রঙিন মনের গভীর থেকে,
হারিয়ে যাওয়া দিনের শেষে,
আমারই খোঁজে নিঝুম রাতে,
ঠোঁটের ভাঁজে গোলাপ রঙে,
পরীর বেশে রানীর রূপে,
সাহসী হৃদয়,সাঁঝের বেলায়,
দৌড়ে এসে পাশেই বসে,
শান্ত স্বরে দুহাত মেলে,
চোখের ওপর দৃষ্টি ফেলে,
আলিঙ্গনে আমারই ঠোঁটে,
রাঙিয়ে দিয়ে তারই রঙে,
দিনের শেষে সোনালী আলোয়,
হঠাৎ করে তারই মেলায়,
তারই হতে তারই মত,
একই কথা বলার তরে,
দৌড়ে গিয়ে পাহাড় তলে,
নীল আকাশের আলোর রেখায়,
মনের সুরে আপন খেলায়,
সবুজ পাতার গোপন ফাঁকে,
হাতের ‘পরে হাত মিলিয়ে,
ভালোবাসার অনেক কথা,
তারই হাতে তারই হতে,
আজও আমি তারই সুরে,
সাতটি তারার মালার রাতে,
জেগেই থাকি তারই খোঁজে।
_————————————————–
হঠাৎ করে!
সুব্রত মুখার্জী
গোলাপীর ভালোবাসায়,সুব্রতগোলাপী।

হঠাৎ করে!
তোমার প্রিয়া নৌকা নিয়ে,
তোমারই খোঁজে জ্যোত্স্না রাতে,
বৃষ্টি ভেজা দিনের শেষে,
সোনালী আলোয় নদীর তীরে,
তোমাকে নিয়ে অন্য পাড়ে,
রঙিন সাজে পরীর মতন,
ঠোঁটের রঙে রাঙিয়ে দিতে,
প্রেমের আগুন জ্বালিয়ে দিয়ে,
স্পর্শে তোমায় মাতিয়ে দিতে,
পাগল পারা হৃদয় নিয়ে,
তোমার হাতেই হাত মেলাতে,
আসবে দেখো হটাৎ করে!
___________________________________
বিরহ বেলার শেষে!
সুব্রত মুখার্জী
গোলাপীর ভালোবাসায়,সুব্রতগোলাপী।

বিরহ বেলার শেষে!
বিরহ বেলার শেষে মিলিব যখন দোঁহে,
জ্বালাইবে প্রদীপ খানি স্পর্শে মোরে পৃক্ত করি,
শয়ন শিয়রে আসি প্রিয়ে, বলিবে আমার কানে। কেমনে শেষে তুমি ভাঙিলে তোমার হিয়া,
হইয়া অভিমানী আলোর প্রদীপ খানি,
লইয়া আলোর রেখা, লিখিবে আমার মনে!
তোমারই নামের শিখা সাঁঝের শান্ত বেলায়।
রহিব বিলীন আমি, তোমার হৃদয় পরশ মাঝে।
তোমার মুখের হাসি কেমনে বিরাগী হইয়া,
আঁধার রাতির বাতি, রহিবে উজালা ভাতি!
সফেন সাগর যেমন উদ্বেলিত তখন,
আমার হৃদয় মাঝে তোমারই প্রেমের আগুন!
দিগন্ত রেখার পাড়ে লালের রঙিন খেলায়,
আমার ওষ্ঠপুটে তোমারই রঙের মেলায়,
তোমারই সুবাস মাঝে, রহিব তোমারই সাথে।
বিরহ ভাঙ্গিয়া শেষে নতুন আলোর দিশায়!
মূল কাব্য গ্রন্থ “তারই খোঁজে!” থেকে সংগৃহীত। রচনা সুব্রত মুখার্জী।
_____________________________________
আদর্শে সুমহান!
সুব্রত মুখার্জী
গোলাপীর ভালোবাসায়,সুব্রতগোলাপী।

আদর্শে সুমহান!
তুমি সৈনিক, দেশের তরে প্রাণ,
করে বলিদান,
আদর্শে সুমহান,
অক্লেশে চরম,
সম্মুখ সমরে,
শত্রুকে করেছো পরাহত।
প্রতিটি সময়,
অতন্দ্র প্রহরী তুমি!
জীবনের বাজি
রেখেছ আজি,
প্রথম দিনেরই মত।
বুকের ভেতর
শত লক্ষ ব্যথা,
পরিবার তোমার,
তোমা হতে বহুদূরে।
কঠিন হৃদয় আবেগে,
কাছের মানুষের কাছে,
আরো কাছে যেতে চায়।
দেশের ডাকে আজ তুমি দূরে, আরও দূরে,
বহুদূরের সীমায়।
নিদ্রাহীন, ক্লান্তিহীন,
সাহসী বীরের বেশে,
সবদিকে, সবখানে,
দেশ ও দশের তরে,
প্রাণ বাজি রেখে,
হয়েছো মহান!
©️ Subratagolapi.
Nice blog
LikeLike
Thank u for your such a great inspiration!
LikeLiked by 2 people
Great creations
LikeLike