Face the truth;Debate of the day!

14/10/07/2020

By Subrata Mukherjee

#poetry#debate#lost#art#subratagolapi

The New World (Natun Prithibi)

Topic: “Is poetry a lost art today?”

Express your opinion for or against the topic and send it to the Comments/ suggestions box.

The New World (Natun Prithibi) gets you ready for Debate of the day@20.30 hours everyday to promote social awareness for better living.

নতুন পৃথিবী

The New World (Natun Prithibi) will publish it’s opinion on this topic @20.30 hours on 10th August,2020, for updated publications click “view all the posts by Subrata Mukherjee”.

Thank you ,

The series of poetry “Mone pore ki tomar?” (Bengali) composed by Subrata Mukherjee is published today.

মনে পড়ে কি তোমার?

সুব্রত মুখার্জী

সুব্রতগোলাপী

The New World (Natun Prithibi)

নতুন পৃথিবী

গোলাপীর হাতধরে ও ভালোবাসা নিয়ে।

…… …… ….. …… …… …… ……

মনে পড়ে কি সেই লাল পথের ধারে?
নতুন কোন কথা বলার তরে,
সবুজ গাছের নিচে,সাদা ফুলের গোছা নিয়ে,
তোমাকেই ডেকে নিতাম!
তুমি যাবো না বলেও ছুটে এসে,
আমারই হাতে হাত রেখে,
ফুলের সুবাসে হারিয়ে যেতে যেতে,
রাগে অভিমানে, আমার কানে তোমারই মুখে
‘তোমাকেই ভালোবাসি’ শুনে নিতাম।
দূরের আকাশে, আলো আঁধারে, নিমেষে যেন
মনের সীমানাও পেরিয়ে যেতাম।
বৃষ্টিভেজা হাত তুলে আমারই চোখের ওপর
নতুন পাহাড়ে পৌঁছে যেতাম!
মনে পড়ে কি তোমার সেই লাল, সেই স্বপ্নের পথ?
মনের জানালা খুলে দূরে আরো দূরে,
যেখানে শুধু তুমি আর আমি আরও ছিল কত শপথ!

……………………………………………………

মূল কাব্য গ্রন্থ “মনে পড়ে কি তোমার?“থেকে সংগৃহীত, রচনা সুব্রত মুখার্জী।

The New World (Natun Prithibi)
       1wwwsubratagolapi.com

……….. ……… ……… ………. …….

দূরের পথ

সুব্রত মুখার্জী

সুব্রতগোলাপী

The New World (Natun Prithibi)

নতুন পৃথিবী

গোলাপীর হাতধরে ও ভালোবাসা নিয়ে।

……….. ……… ……… ………. ……. ……

দূরের পথ কী হবে তুমি কি জানো?
আমি তো আরো দূরে তাই,
তোমাকে শুধাই!
তোমার চোখে,আজ তুমি দেখে রেখো।
দূরের পথ, এখান থেকে যে আরো দূরে!
জেনে নিও সেই পথের দিশা।
কাছে যবে হবে তুমি,
নদীর বুকের ঢেউ আর মাঝির হাত ধরে,
নেমে এসে এপাড়ে,শুনবো তোমারই মুখে!

…………………………………………………….

মূল কাব্য গ্রন্থ “মনে পড়ে কি তোমার?”থেকে সংগৃহীত, রচনা সুব্রত মুখার্জী।

The New World (Natun Prithibi)
1wwwsubratagolapi.com

আমিই সেই মন

সুব্রত মুখার্জী

সুব্রতগোলাপী

The New World (Natun Prithibi)

নতুন পৃথিবী

গোলাপীর হাতধরে ও ভালোবাসা নিয়ে।

……….. ……… ……… ………. …….    ……

তুমি কি আমাকে চেনো?
আমিই সেই মন!
যে তোমারই চোখে আসা ঘটনা রাশি,
কখনও ব্যথা কখনও হাসি;
একাকী নীরবে, দিবা নিশি,
বোঝে ঠিকই!
আলো আঁধারের পাড়ে,
এখনই,নাহলে সামান্য পরে!

……………………………………………..

মূল কাব্য গ্রন্থ “মনে পড়ে কি তোমার?”থেকে সংগৃহীত, রচনা সুব্রত মুখার্জী।

সত্য সত্যই,সে নির্ভীক,অদম্য, নিরপেক্ষ।
আরো দেখুন
The New World (Natun Prithibi)
1wwwsubratagolapi.com

……………..

দিনের শেষে সাঁঝের বেলায়

সুব্রত মুখার্জী

সুব্রতগোলাপী

The New World (Natun Prithibi)

নতুন পৃথিবী

গোলাপীর হাতধরে ও ভালোবাসা নিয়ে।

……….. ……… ……… ………. …….    ……

দিনের শেষে সাঁঝের বেলায়,বকের সারি ফিরে আসে,
নদীর তীরে দিনমণি, ভাসতে থাকে লালের রেখায়।
তিতির পাখী উঠে বসে দূরের গাছের ভাঙ্গা ডালে,
চাঁদের রেখা ফুটে ওঠে, তোমার বাড়ির ছায়ার ফাঁকে।
মনের ভেতর ডেকে বলে ঘুমিয়ে পড়া তোমার ছবি;
‘তৈরি আমি তোমার সাথে আর কিছু কি জানতে বাকি?’
বেরিয়ে দেখি, অঝোর ধারায় নেমে আসে বারি রাশি!
চোখটি মেলে সামনে দেখি, টোল খেলানো তোমার হাঁসি।
হাত টি ধরে উঠিয়ে দিলে, যেন রাধার মনে কানুর বাঁশী!
দিনের শেষে সাঁঝের বেলায়, তোমার হাতের প্রদীপ খানি,
ভরিয়ে তোলে লক্ষ আলোয় ভূবন আমার দিবা নিশি।

মূল কাব্য গ্রন্থ “মনে পড়ে কি তোমার?”থেকে সংগৃহীত, রচনা সুব্রত মুখার্জী।

The New World (Natun Prithibi)
    1wwwsubratagolapi.com

অতি সমান,নয় বেমানান!

The New World (Natun Prithibi)

সভ্যতার ইতিহাসে, বিরল নয় কখনও।

মূর্খ যে জন, ওপরে উঠে পণ্ডিতের মত!

বাক্যের জালে, ধূর্ত আচরণে চমৎকারের সমান, প্রতিষ্ঠা করেছে তার মিথ্যা মান।

লজ্জা কে সীমিত করে, অকাতরে, সহযোগী সহ,

দিনের পর দিন, করেছে অধীন, বহু মন!

বহু মত মেনেছে তাকে, বহু বলেছে তারই বিজয়!

সেই মূর্খের পাশে প্রতিযোগিতার বশে,

তাকে খুশি করে, নিজের সবকিছু গুছিয়ে নেওয়ার রেশে,

কোনোদিনও কোনো খানে কোথাও ছিলনা অনিয়ম!

তথাকথিত বুদ্ধিমানের কাছে, এই আচরণ ছিল ধর্ম সমান!

যারা শেখেনি, তারা সেই মহা সাম্রাজ্যের কাছে ছিল অনাচারী বিধর্মীর মত।

তাদের পরিচয় তো অস্বাভাবিক,পাগল প্রমাণ!

তাদের জন্য ছিল দণ্ড,অনাহার,অপমান অথবা অকালে জীবন দান!

পণ্ডিতের মাথার ওপরে মূর্খের নাচ আর মূর্খের বলার পরে শুরু পণ্ডিতের চলা!

সভ্যতার সেই আলো ফোটার দিন থেকে, আজকের আমি তুমি,সকলের কাছেই,

সভ্যতার ইতিহাসে,এই আশ্চর্য কেরামতি, অতি সমান, কোনোদিনও ছিলনা বেমানান!

————_———– ———— ———— —-

তোমার কথাই!

সুব্রত মুখার্জী।

The New World (Natun Prithibi)

গোলাপীর ভালোবাসা নিয়ে।

……………………………………………………

তোমার কথাই তোমাকে শুনাই, বলার কে আমি তোমাকে বলি?

শুরুর সেদিনে, হাতের ছোঁয়ায়, আমার মনের এই ঠিকানায়।

লিখেছিলে কথা, চলার শপথে, মনের সাহসে ধরার আবেগে!

নিয়েছিলে ভার, তোলার তাগিদে, অনেক দূরের সীমানা ছাড়িয়ে।

চাঁদের আকাশে, রোদের বেলায়, গতির আবেশে রঙিন আশায়!

মনের বাঁধনে, আমাকে জড়িয়ে, হাতের মুঠোয় আলোর প্রদীপে।

রেখেছিলে তুমি আঁধার থেকে, বাঁচিয়ে রাখার সোনালী আলোতে।

না বলা কথায়, মনের ব্যথায়, রক্ত লেখায়, উজাড় করা, ভালোবাসা দিয়ে!

The New World (Natun Prithibi)

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s